• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

হত্যা হুমকির দায়ে মামলা: আতঙ্কে বিএনপি ৯ নেতা!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

বাদীকে হত্যার হুমকি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ।

সোমবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর দায়ের করা এই মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।

জানা গেছে, চলতি বছরের ২৩ জুলাই বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা এবি সিদ্দিকীকে একটি চিঠি পাঠান। চিঠিতে ১৫ আগস্ট আইএস দিয়ে বাদীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়াও বোমা মেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্র উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, পরে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা হবে নতুন বাংলাদেশ।

সূত্র বলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বিএনপির ওই নেতাদের ইন্ধনেই চিঠিতে হুমকি দেয়া হয়। এমন প্রেক্ষাপটে নেতাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কেননা, দল এবং দলের নেতারা যখন পুরো উদ্যমে দলকে দলীয় কাঠামোকে চাঙ্গা করার চেষ্টা ঐক্য গড়ে তুলছেন ঠিক তখন এমন একটি মামলা বেশ আতঙ্কের।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেন, হত্যার হুমকির দায়ে দলের মহাসচিবসহ ৯ নেতার নামে যে মামলা হয়েছে তা বেশি শক্ত মামলা। ফলে তারা এখন গ্রেফতার আতঙ্কে ভুগছেন। ঠিক কেউই এখন বুঝে উঠতে পারছি না- এ অবস্থা কোনদিকে মোড় নেবে। বিষয়টি নিয়ে দলের সকল নেতাই বেশ চিন্তিত।

উল্লেখ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এই মামলার আগাম জামিন আবেদন করেছেন বিএনপি নেতারা। যার প্রেক্ষিতে হাইকোর্ট আসামিদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আসামিদের আগামী ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঝালকাঠি আজকাল