• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মহেড়া রেল স্টেশন এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূহুর্তের মধ্যে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

জানা গেছে, রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৫ মিনিটের দিকে মহেড়া রেল স্টেশনে থামানো হয়। এ সময় হঠাৎ ট্রেনের একটি বগির নিচে আগুন দেখতে পান স্থানীয়রা। বিষয়টি টের পেয়ে মূহুর্তের মধ্যেই যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে রেল কর্তৃপক্ষের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সাড়ে ৬টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

মহেড়া রেল স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‘এটা বড় কোনও ঘটনা না। একটি ট্রেনকে ক্রসিং করার জন্য রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়। এ সময় ট্রেনটির ‘ট’ বগির হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানান। পরে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনও হতাহত নেই। প্রচণ্ড গরমের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।’

মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ‘ট্রেনটির একটি বগিতে আগুন লাগে। পরে অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কোনও কর্মী লাগেনি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাইনি। এ সময় মির্জাপুর রেল স্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।’

ঝালকাঠি আজকাল