• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রনোদনা কর্মসূচি ২০২৩/২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের হাতে এসব বীজ ও সার তুলে দেন। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ আয়োজন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেসা পাপরি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ ,পলাশ হালদার, প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উপজেলার ছয় ইউনিয়নের মোট  তিন হাজার সাতশত পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

ঝালকাঠি আজকাল