• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জমে উঠেছে ঈদ মার্কেট

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। মুসলিম সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে এখন সাজসাজ রব। একটু সাচ্ছন্দে পছন্দের পোষাকটি কিনতে আগেভাগেই পোশাকের দোকানগুলোতে ভীর করছেন ক্রেতারা । কিন্তু দাম নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। তবে গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।

ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিংকমপ্লেক্সসহ ছোট-বড় দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীর শুরু হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে এসব মার্কেটে। মার্কেটের মধ্যে মৌ ফ্যাশন, ঘোমটা, বধূয়া, হাসনেহেনা, ঝলক, আচল ও ভাই ভাই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে সব ধরণের পোশাক। পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি রয়েছে দোকানগুলোতে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ নাহেরা ও বাবা ড্রেস। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ বেরঙের শাড়ির চাহিদাও রয়েছে। ছেলেদের পাঞ্জাবি, টিশার্ট, জিন্স প্যান্ট, পাজামাসহ আকর্ষণীয় পোশাকও রয়েছে শপিংমলে। জামা কাপড়েরর সঙ্গে বেড়েছে জুতার বেচাকেনা। তবে এবছর দাম যেন আকাশ ছোঁয়া। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। দুই হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক।

বিক্রেতারা বলছেন আকর্ষণীয় পোশাকের একটু দাম বেশি পড়াটা স্বাভাবিক। গুণগত মান বিচারে দাম হেরফের করছে। এ বছর বেচাকেনা অনেকের কাছে ভালো হলেও কেউ কেউ বলছেন উচ্চ দামের কারণে ক্রেতারা পছন্দের পোশাক কিনতে পারছেন না।

ঝালকাঠি আজকাল