• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

দুই দফায় দুটি টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলার পর এই মাসের শেষের দিকে আবারও পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় দফায় পাকিস্তান যাত্রায় এবারে একটি ওয়ানডে এবং দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। তবে এবারে সফরসূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বিসিবির অনুরোধে এগিয়ে এসেছে সফরের একমাত্র ওয়ানডে। আগে ৩ এপ্রিল করাচির জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও দুইদিন এগিয়ে এখন ১ এপ্রিল একই মাঠে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। যেহেতু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই সেটির আগে অতিরিক্ত প্রস্তুতির জন্যই বিসিবি সূচিতে পরিবর্তন চেয়েছিল। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে পিসিবি বিষয়টি জানিয়েছে। 

২৯ মার্চ পাকিস্তানে পৌঁছানোর পর দুই দিন অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ। তবে টেস্টের দিন তারিখ অপরিবর্তিতই থাকছে। পূর্ব নির্ধারিত ৫ এপ্রিল থেকেই শুরু হবে হবে সিরিজের শেষ টেস্ট।

 

বাংলাদেশ দলের পরিবর্তিত পাকিস্তান সফরসূচি

২৯ মার্চ - বাংলাদেশ দল পাকিস্তান পৌঁছাবে

৩০-৩১ মার্চ - অনুশীলন

১ এপ্রিল - একমাত্র ওয়ানডে, করাচি জাতীয় স্টেডিয়াম

২-৪ এপ্রিল - অনুশীলন

৫-৯ এপ্রিল - দ্বিতীয় টেস্ট, করাচি জাতীয় স্টেডিয়াম

ঝালকাঠি আজকাল