• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

মাঠে গড়ালো বঙ্গবন্ধু গোল্ডকাপ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

 


বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দিয়ে মুজিববর্ষের কার্যক্রম শুরু করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো ৬ জাতির এ টুর্নামেন্ট। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয় ম্যাচটি।

জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু  করতে চান বাংলাদেশ কোচ জেমি ডে। বাংলাদেশ দলের কোচ বলেন, নিজ দেশের সমর্থকদের উপস্থিতিতে উদ্দীপ্ত হয়ে ফিলিস্তিনিদের চাপ মোকাবেলা করে একটি ভাল সুচনা করতে পারলে সবার আগেই সেমি-ফাইনালে খেলার পথ সুগম হবে লাল-সবুজ জার্সিধারীদের। জেমি আরো বলেন, ফিলিস্তিন দলকে হারানো বেশ কঠিন হবে। তবে এই চ্যালেঞ্জ গ্রহনের জন্য প্রস্তুত তার শিষ্যরা। 

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এই টুর্নামেন্টের শিরোপা উপহার দিতে চায় তার দল। 

এদিকে এবারো শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ফিলিস্তিন দলের প্রধান কোচ মাকরাম দাদুব। তিনি বলেন তার দলটি চ্যাম্পিয়ন, এবারো তারা সেটি অক্ষুন্ন রাখতে চায়। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ ও বুরুন্ডি ছাড়া অন্যদের ব্যাপারে কোন ধারনা নেই তার।

প্রথমবারের মত জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ফিলিস্তিন স্কোয়াডের গুরুত্বপুর্ন সদস্য মোহাম্মদ দারউইশ বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা এখানে এসেছেন।

স্বাগতিক বাংলাদেশ আগামী ১৯ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দু’টি দল শেষ চারে খেলবে। গত আসরে টুর্নামেন্টের শিরোপা লাভ করেছিল মধ্যপ্রাচ্যের দল ফিলিস্তিন।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের হয়ে ফিলিস্তিন ও শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ‘বি’ গ্রুপ থেকে টুর্নামেন্টে অংশ নিবে বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।

ঝালকাঠি আজকাল