• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

অবসর নিয়ে যা বললেন সাকিব

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। ফলে ব্যাটিং করতে কিছুটা হলেও অস্বস্তি হচ্ছে তার। তবে বোলিং চালিয়ে নিতে পারেন। এজন্য চলমান বিপিএলে তার চোখের সমস্যা নিয়ে বেশ আলোচনা চলছে।
সমাধান খুঁজতে গিয়েছিলেন গুরু মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও। সম্প্রতি সাকিব প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছিলেন, ‘ব্যাটিংয়ে না ফিরতে পারলে খেলাই ছেড়ে দেবেন সাকিব’।

শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৭ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। তার কাছেও জানতে চাওয়া হয় এ নিয়ে।

উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘আমার এখন অবধি কোনো ভাবনা নেই (ক্রিকেট ছাড়ার)। চেষ্টা করছি। আগে চেষ্টা শেষ করে নেই। এরপরেরটা এরপর দেখবো।’

সংবাদ সম্মেলনে বারবার চোখের সমস্যার প্রশ্নে একটু যেন বিরক্তই হলেন সাকিব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে আমার কোনো ধারণা নেই, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই।’

এরপর সাকিব বললেন, ‘আসলে এই যে আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি।’ এরপরই আবার বলে উঠলেন, ‘আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’

ঝালকাঠি আজকাল