• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

কম্পিউটারের কিবোর্ডে যুক্ত হলো এআই বাটন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাটন দিল মাইক্রোসফট। এর নাম দেওয়া হচ্ছে ‘কপিলট কি’। স্পেস বারের ঠিক ডান দিকেই এই বাটনটিকে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
১৯৯৪ সালে মাইক্রোসফট তার কিবোর্ডে Windows/Start কি নিয়ে এসেছিল। তারপর থেকে উইন্ডোজ কিবোর্ডে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। মাইক্রোসফটের হার্ডওয়্যার পার্টনাররা ভবিষ্যতে সিইএস প্রযুক্তি সম্মেলনে কপিলট বাটনসহ উইন্ডোজ কম্পিউটারগুলো প্রদর্শন করবে। সময়ের সঙ্গে সঙ্গে এটি যেমন আরো প্রয়োজনীয় হয়ে উঠবে, তেমনই আবার এর দ্বারা আরও জরুরি ও গুরুত্বপূর্ণ কাজও করা যাবে।

এই শর্টকাট ব্যবহারকারীদের ছবি তৈরি করতে, ই-মেইল লিখতে এবং যেকোনও টেক্সটের সারমর্মও বের করতে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। মাইক্রোসফটের কনজ্যুমার সিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি তার ব্লগে এ বিষয়ে লিখছেন,  সিস্টেম থেকে খুব সহজেই সিলিকন, হার্ডওয়্যার থেকে উইন্ডোজে নির্বিঘ্নে নানাবিধ কাজ করা যাবে।

ডিভাইস নির্মাতাদের জন্য মাইক্রোসফটের এআই পরিষেবাগুলো এখনো পর্যন্ত সেভাবে বিক্রির জন্য উৎসাহিত করতে পারেনি। কারণ, কপিলটের এই বৈশিষ্ট্যগুলো নতুন এবং একমাত্র সেই সব ডিভাইসগুলোতে রোল আউট করা হচ্ছে যেগুলোতে ইতিমধ্যেই কপিলট দেওয়া হয়েছে। হার্ডওয়্যার এবং সিলিকনে এআই বৈশিষ্ট্য উপভোগ করতে ব্যবহারকারীদের সিস্টেম আপগ্রেড করে নিতে হবে। এর মধ্যে দিয়েই মাইক্রোসফট তাদের এআই পরিকল্পনাকে সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে।

ঝালকাঠি আজকাল