• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

ঘরে ঢুকতে সালাম দেওয়া ও দোয়া পড়া কি আবশ্যক?

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার সময় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু দিকনির্দেশনা আছে। ঘরে প্রবেশ করার সময় তিনি সালাম ও দোয়া করতে বলেছেন। এতে রয়েছে উভয়ের জন্য কল্যাণ। হাদিসের পরিভাষায় এতে কী কল্যাণ রয়েছে?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ‘ছেলে আমার! তোমার ঘরের লোকদের কাছে গেলে, (তাদের) সালাম দেবে; তা হবে তোমার তোমার ঘরের লোকদের জন্য কল্যাণজনক।’ (তিরমিজি)

ঘরে ঢুকতে সালাম দেওয়ার পাশাপাশি একটি বিশেষ দোয়া পড়ার দিকনির্দেশনা দিয়েছেন প্রিয় নবি। যার ফলে ঐ ঘরে শয়তান অবস্থান করতে পারে না। প্রবেশ করতেও পারে না। সেই দোয়াটি কী?

হজরত আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন তার ঘরে ‍ঢুকে, তখন সে যেন বলে-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলাঝি ওয়া খাইরাল মাখরাঝি; বিসমিল্লাহি ওয়ালাঝনা; ওয়া বিসমিল্লাহি খারাঝনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে (ঘরে) প্রবেশে এবং বের হওয়ায় কল্যাণ চাই। আল্লাহর নামে আমরা (ঘরে) ঢুকি; আল্লাহর নামে (ঘর থেকে) বের হই; আর আমাদের রব আল্লাহর ওপর ভরসা রাখি।’

এরপর (এ দোয়া পড়ার পর) সে যেন ঘরের লোকদের সালাম দেয়।’ (আবু দাউদ)

ঘরে ঢুকতে এই দোয়া কেন পড়তে হবে; দোয়াটি পড়ার ফজিলতই বা কী?

হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন-

‘কোনো ব্যক্তি যখন নিজের ঘরে ঢুকে এবং প্রবেশ ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, ‘(এই ঘরে) না আছে তোমাদের কোনো থাকার জায়গা, আর না আছে তোমাদের রাতের খাবারের কোনো বন্দোবস্ত!’

আর যদি কোনো লোক ঘরে ঢুকে এবং প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, ‘তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গিয়েছ!’

আর সে যদি খাওয়ার সময় আল্লাহকে স্মরণ না করে, তখণ শয়তান (তার সহযোগীদের) বলে, ‘(এই ঘরে) তোমরা তোমাদের থাকার জায়গা ও রাতের খাবার পেয়ে গিয়েছ!’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, নিজেদের ঘরকে শয়তানের প্রভাব ও বলয়মুক্ত করা। ঘরে ঢুকতে সালাম ও দোয়ার মাধ্যমে নিজেদের পরস্পরের কল্যাণ ও শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘরে প্রবেশ করতে দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ঘরে অবস্থানরতদের সালাম দেওয়ার প্রতি লক্ষ্য রাখার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করে শয়তানের ক্ষতি থেকে বাঁচার তাওফিক দান করুন। কল্যাণজনক জীবন পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ঝালকাঠি আজকাল