• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

চলছে শাবান মাস, রোজা রাখার প্রস্তুতি নিন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

 

মুসলমানদের জন্য বছরের শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস! এর পূর্বের মাস-ই হলো হিজরী সনের ৮ম মাস শাবান। বর্তমানে আমরা শাবান মাস অতিক্রম করছি।
রমজান মাসে মুসলমানদের দীর্ঘ টানা একমাস রোজা পালন করতে হয়। এর জন্য প্রয়োজন মানসিক, শারীরিক ও আর্থিক প্রস্তুতি।

রাসূল (সা.) সাধারনত প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ নফল রোজা পালন করতেন। তাছাড়া তিনি সোমবার ও বৃহস্পতিবারও নফল রোজা থাকতেন। তবে রাসূল (সা.) রমাজানের প্রস্তুতি স্বরুপ অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। যেমন হাদিসে বর্ণীত হয়েছে-

عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلاَّ رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ
অর্থ : ‘আয়িশাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) একাধারে (এত অধিক) সওম পালন করতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর সওম পরিত্যাগ করবেন না। (আবার কখনো এত বেশি) সওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর (নফল) সওম পালন করবেন না। আমি আল্লাহর রাসূল (সা.)-কে রমজান ব্যতীত কোনো পুরা মাসের সওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক (নফল) সওম পালন করতে দেখিনি। (বুখারী হা/১৯৬৯, ১৯৭০,৬৪৬৫; মুসলীম হা/১১৫৬; আহমাদ হা/২৫১৫৫; আবু দাউদ হা/২৪৩৪; তিরমিযী হা/৭৩৬)।

সুতরাং আসুন শাবান মাসে আমরাও রাসূল (সা.) এর সুন্নাত অনুযায়ী বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা কর।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে রমাজান মাস পর্যন্ত হায়াত দান করেন এবং রমজানের ফজিলত ও বরকত হাসিল করার তাওফিক দান করেন। আমিন।

ঝালকাঠি আজকাল