• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমাদের ইভিএম এর ত্রুটি কেউ প্রমান করতে পারেনি-ইসি মো. আলমগীর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ মে ২০২৪  

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের ইভিএম মেশিনের ত্রুটি বিষয় কেউ প্রমান করতে পারেনি। আমরা নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দিয়ে ছিলাম আপনারা আইটি এক্সপাট নিয়ে আসেন। মেশিনে ত্রুটি প্রমান করতে পারলে মেশিন তো বাদ দিবোই সেই সাথে আমরা ও পদত্যাগ করবো। কেউ এ চ্যালেঞ্জ গ্রহন করেনি। তিনি বলেন ‘এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর। এখানে আপনারা কেউ ভয়ের পরিবেশ তৈরি বা বাধা প্রদান করবেন না। আর এটা যদি কেউ করেন, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

মঙ্গলবার (৩০এপ্রিল) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসি মো. আলমগীর।

ইসি বলেন, ‘ভোটারদের প্রতি মেসেজ আমাদের একটাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। জাতীয় নির্বাচনে যেমন আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পেরেছিলেন এ নির্বাচনেও আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারবেন।

ইসি মো. আলমগীর আরও বলেন, ‘আগের নির্বাচনগুলোর থেকে আইনশৃঙ্খলার দিক থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন।’

এ নির্বাচন কমিশনার জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে সারা দেশে তীব্র তাপপ্রবাহ থাকলেও  ভোটের পূর্বেই দেশের আবহাওয়া সাভাবিক হয়ে যাবে। ভোটারের উপস্থিতি সন্তোষজনকই হবে।’

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় পুলিশ সুপার মো. মাহাবুবুল আলম পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফ উদ্দিন গিয়াস, আঞ্চলিক নির্বাচন অফিসার (ফরিদপুর অঞ্চল) মোঃ সাইফুল ইসলাম,   শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে ৮ মে শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।  এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ২ শ ৮৫ জন। এর মধ্যে ভেদরগঞ্জে  ২.৩৩.০৭৩ জন,নড়িয়ায় ভোটার ২.২২.২১২ জন। ভোট কেন্দ্র ভেদরগঞ্জে ৮০ টি, চরাঞ্চলে ২৫ টি ঝুকিপূর্ণ। নড়িয়ায় ভোট কেন্দ্র ৭৬ টি। চরাঞ্চলে ১৪ টি বলে জানানো হয়।

ঝালকাঠি আজকাল