• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

কুনুতে নাজেলা: বিপদ-আপদ কিংবা জুলুম-নির্যাতনের সময়ের বিশেষ আমল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

মুসলিম উম্মাহর ওপর ব্যাপক বিপদ-আপদ কিংবা জুলুম-নির্যাতনের সময় কুনুতে নাজেলা পড়া প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটি আমল।

আরবের এক কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে নবীজি একমাস পর্যন্ত কুনুতে নাজেলা পড়েছেন। কুরাইশদের কাছে একদল মুসলমান বন্দি হলে তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত নবীজি কুনুতে নাজেলা পড়েছেন। সাহাবারাও বিভিন্ন সময় কুনুতে নাজেলা পড়েছেন। 

কুনুতে নাজেলা পাঠের পদ্ধতি

ফজরের নামাজের ফরজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে ইমাম উচ্চস্বরে দোয়া পড়বেন, আর মুসল্লিরা মৃদুস্বরে আমিন বলবেন। দোয়া শেষে নিয়ম মোতাবেক সিজদা, শেষ বৈঠক ইত্যাদির মাধ্যমে নামাজ সমাপ্ত করবেন। একদল আলেমের মতে, ফজরের নামাজ ছাড়াও যে কোনো নামাজেই কুনুতে নাজেলা পড়া যায়। ইমাম ইবনু তাইমিয়া (রহ.) এই মতটিই পছন্দ করেছেন। 

কুনুতে নাজেলার দোয়া

কুনুতে নাজেলার নির্দিষ্ট কোনো দোয়া নেই। কোরআন-হাদিস থেকে প্রাসঙ্গিক যে কোনো দোয়া পড়া যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেক পরিস্থিতিতে একেকরকম দোয়া পাঠ করেছেন। এখানে ইমাম বাইহাকির আসসুনানে বর্ণিত একটি দোয়া উচ্চারণসহ উল্লেখ করা হলো (বাংলায় আরবির হুবহু উচ্চারণ সম্ভব নয়, তাই অভিজ্ঞ কারো সহযোগিতা নেয়া কর্তব্য) : 

আরবি উচ্চারণ 

اللَّهُمَّ اغْفِرْ لَنَا ، وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ، اللَّهُمَّ الْعَنْ كَفَرَةَ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ ، وَيُكُذِّبُونَ رُسُلَكَ ، وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ اللَّهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمَ ، وَزَلْزِلْ أَقْدَامَهُمْ، وَأَنْزِلْ بِهِمْ بَأْسَكَ الَّذِى لاَ تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُثْنِى عَلَيْكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّى وَنَسْجُدُ، وَلَكَ نَسْعَى وَنَحْفِدُ ، نَخْشَى عَذَابَكَ الْجَدَّ، وَنَرْجُو رَحْمَتَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِينَ مُلْحَقٌ.

বাংলা উচ্চারণ 

আল্লাহুম্মাগফিরলানা ওয়ালিল মুমিনীনা ওয়াল মুমিনাত। ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত। ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম। ওয়া আসলিহ জাতা বাইনিহিম। ওয়ানসুরহুম আলা আদুউয়িকা ওয়া আদুউয়িহিম। আল্লাহুম্মালআন কাফারাতা আহলিল কিতাব, আল্লাযীনা ইয়াসুদ্দূনা আন সাবীলিক, ওয়া ইউকাযযিবূনা রুসুলাকা, ওয়া ইউকাতিলূনা আওলিয়া-আক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, ওয়া যালযিল আকদামাহুম, ওয়া আনযিল বিহিম বা’সাকা আল্লাযী লা তারুদ্দুহূ আনিল কাওমিল মুজরিমীন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। ওয়া নুসনি আলাইকা ওয়ালা নাকফুরুক। ওয়া নাখলাঊ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়ালাকা নুসল্লি, ওয়া নাসজুদু, ওয়া লাকা নাসআ, ওয়া নাহফিদু, নাখশা আযাবাকাল জাদ্দা, ওয়া নারজূ রাহমাতাক। ইন্না আযাবাকা বিল কাফিরীনা মুলহিক। (বাইহাকি, আসসুনানুল কুবরা : ৩১৪৩)।

উল্লেখ্য, কাল সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার। এদিন দেশের প্রতিটি মসজিদে মসজিদে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার দরবারে করোনাভাইরাসের মহামারি থেকে পানাহ চেয়ে  কুনুতে নাজেলা পড়ার অনুরোধ রইল।

ঝালকাঠি আজকাল