• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

ভুল সংশোধনে আগ্রহ নেই বিএনপির

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

প্রভাব, ব্যক্তিস্বার্থ আর ব্যবসায়িক লাভের জন্য বারবার নিজেদের পায়ে কুড়াল মারছে বিএনপি। স্বার্থের নেশায় পড়ে জনবিমুখ হওয়া দলটি আখের গোছাতে দোষারোপকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। নির্বাচনে বারবার পরাজয়ের পর বিরামহীন দোষারোপ করেই তৃপ্তি ঢেকুর তুলছেন নেতারা। তাদের মধ্যে ভুল সংশোধনের কোনো আগ্রহ নেই।

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক সমন্বয়হীনতায় ভুগছে বিএনপি। নিজেদের সাংগঠনিক সমন্বয়হীনতা, ২০ দলীয় জোটে ভাঙনে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছে দলটি। এছাড়া গ্রুপিংয়ের জন্য বিএনপির ব্যর্থতা ও জনবিচ্ছিন্নতা বেড়েই চলেছে।

ব্যক্তিস্বার্থের কবলে পড়ে বিএনপি দুর্দশায় দিন পার করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বৈরাচারী আধিপত্যে অসম্মান বোধ করছেন জ্যেষ্ঠ নেতারা। দলে প্রভাব বিস্তার করতে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নাজেহাল করেন তারেক রহমান।

বিএনপিকে ব্যবসার আখড়াও বানিয়েছেন তারেক রহমান। তার ইশারা ছাড়া বিভাগ-জেলা কিংবা ইউনিয়ন কমিটি অনুমোদন পায় না। মনোনয়ন বাণিজ্যের জন্য তৃণমূল নেতারা, যোগ্য প্রার্থীরা ছিটকে পড়ছেন। বিত্তশালী নেতাদের মনোনয়ন দিয়ে পকেট ভারী করছেন তারেক। ফলে ক্ষুব্ধ নেতারা মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সঙ্গে কাজ করেন না। আর দিনে দিনে তৃণমূল নেতারা অবজ্ঞার শিকার হয়ে ক্ষোভে কেউ নিষ্ক্রিয় হচ্ছেন কেউবা পদত্যাগ করছেন।

দলীয় আরেকটি সূত্র বলছে, মিডিয়ার সামনে মনগড়া গল্প বলতে হয় তাই বলা হয়। এসব গল্প উপস্থাপনের মাধ্যমে বোঝাতে চাওয়া হয় দলে অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক সমন্বয়হীনতা কিংবা দলীয় অনৈক্য নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দোষারোপ করা বিএনপির অস্থিগত পুরনো সংস্কৃতি, যা চাইলেও দলটির নেতৃবৃন্দ পরিহার করতে পারেন না। এ কারণে আজও তাদের ভাগ্য পরিবর্তন হয়নি। যতদিন দলটির নেতারা দোষারোপ, নালিশের রাজনীতি এবং ভুল সংশোধন করে জনকল্যাণমুখী রাজনীতি না করবেন, ততদিন তাদের গ্রহণযোগ্যতা ফিরবে না। কিন্তু বিএনপি নেতাদের মাঝে ভুলগুলো সংশোধনের কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

ঝালকাঠি আজকাল