• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

ভার‌তের আনুগত্য আমরা চাই না: ওবায়দুল কা‌দের

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

 ভারত আমা‌দের বন্ধু। আমরা ভার‌তের প্র‌তি আনুগত্য নই। আমরা বন্ধুত্ব ক‌রে‌ছি। আনুগত্য আমরা চাই না। আমা‌দের শ‌ক্তির উৎস  দে‌শের জনগণ। কোনো বি‌দেশি শ‌ক্তি আমা‌দের ক্ষমতায় বসা‌বে না। বিএন‌পি বি‌দেশি‌দের দ্বারে দ্বারে ঘুরছে। ক্ষমতার জন্য আওয়ামী লীগ জনগ‌ণের কা‌ছে দা‌বি জানা‌বে, ভোট চাই‌বে। কিন্তু কোনো বি‌দেশি শ‌ক্তি আমা‌দের ক্ষমতায় বসা‌বে না।

মঙ্গলবার (১৯ ন‌ভেম্বর) বি‌কে‌লে গাজীপুর জেলা শহ‌রের শহীদ বরকত স্টে‌ডিয়া‌মে আওয়ামী লী‌গের গাজীপুর মহানগর ও জেলা শাখার প্র‌তি‌নি‌ধি সভা-২০১৯ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের একথা বলেন।

মন্ত্রী ব‌লেন, বিএন‌পির এখন কোনো ইস্যু নেই। বেলা শেষ। শেষ বেলায় বিএন‌পির নেতারা ইস্যু খুঁজে বেড়া‌চ্ছে। আমরা তো জা‌নি ভার‌তের আনুগ‌ত্যের জন্য ভিক্ষা চাই‌ছেন। বা‌রবার ব্যর্থ হ‌য়ে এখন আওয়ামী লীগ‌কে ভার‌তের স‌ঙ্গে জ‌ড়ি‌য়ে পু‌রানো সেই সু‌রে নতুন খেলা শুরু করে‌ছেন।

‘হা‌সিনা স‌ঙ্গে স‌ঙ্গে অ্যাকশন নি‌চ্ছেন দ‌লের বি‌রুদ্ধেও, কা‌জেই বিএন‌পির হা‌তে কোনো ইস্যু আমরা দে‌বো না। ক‌য়েকদি‌নের ম‌ধ্যে পেঁয়া‌জের মূল্য স্বাভা‌বিক হ‌বে। লবণ নি‌য়ে অ‌নেকেই কারসা‌জি শুরু ক‌রে‌ছেন খবর পা‌চ্ছি। এ সি‌ন্ডি‌কেট ভেঙে দি‌তে হ‌বে।’

সড়ক প‌রিবহনের মা‌লিক ও শ্র‌‌মিক‌দের নতুন আইন মে‌নে চলার আহ্বান জা‌নি‌য়ে মন্ত্রী ব‌লেন, জনগ‌ণের স্বা‌র্থে ও আপনা‌দের নি‌জে‌দের স্বা‌র্থেও সড়‌কে শৃঙ্খলা দরকার। কাউ‌কে শা‌স্তি দেওয়ার জন্য নয়, শৃঙ্খলার জন্য এ আইন করা হ‌য়ে‌ছে। শেখ হা‌সিনা আইন ক‌রে‌ছেন কাউ‌কে শা‌স্তি দি‌তে না, সড়‌কে শৃঙ্খলা প্র‌তিষ্ঠার জন্য।

গাজীপুর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও মু‌ক্তি‌যুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হ‌কের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ক‌বির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী (নও‌ফেল) এম‌পি।

গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সি‌টি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আল‌মের সঞ্চলনায় অন্য‌দের মধ্যে বক্তব্য রা‌খেন, গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন সবুজ এম‌পি, মো. জা‌হিদ আহসান রা‌সেল এম‌পি, সি‌মিন হো‌সেন রি‌মি এম‌পি প্রমুখ।

ঝালকাঠি আজকাল