• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

নলছিটিতে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯  

 

  ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভ টিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন। কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাদের মোল্লা, স্থানীয় বাসিন্দা আবদুল মালেক ও আনোয়ার হোসেন।

সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভ টিজিং ও বাল্যবিয়ে বন্ধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। কুলকাঠি ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠি আজকাল