• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

এদিন হানাদারমুক্ত হয়েছিল রাজাপুর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

রাজাপুর প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধকালীন ২৩ নভেম্বর, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের শোক আর গর্বের দিন। দুই বীর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিয়মে আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাক হানাদারমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর থানা। ১৯৭১ সালের এদিনে বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্ব প্রথম পাক হানাদারমুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় সম্মুখযুদ্ধ। এ যুদ্ধে প্রায় তিনশত মুক্তিযোদ্ধা অংশ নেন। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ। এ যুদ্ধে আবদুর রাজ্জাক ও হোচেন আলী নামে দুজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন কমপক্ষে ২০ জন মুক্তিযোদ্ধা।

ওই সময় মুক্তিযুদ্ধে রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ। মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। রাজাপুর থানা ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে। সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি তৈরি করেন। রাজাপুর থানায় সম্মুখ যুদ্ধ শুরু হলে শাহজাহান ওমর এ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর ঝালকাঠি জেলায় একমাত্র বীরউত্তম খেতাবে ভূষিত হন। প্রতি বছরের মত এ বছরও রাজাপুরে হানাদারমুক্ত দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে।

ঝালকাঠি আজকাল