• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

রাজাপুরে আওয়ামী লীগের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

রাজাপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত করায় রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় রাজাপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করে নেতৃবৃন্দ। ১৪ দলের শরিক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। বক্তারা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আ.লীগ এর সভাপতি সরদার মো.শাহ আলম, প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল¬াহ পনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সুরুজ,বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ অধ্যক্ষ মনিরউজ্জামান (উপজেলা পরিষদ চেয়্যারম্যান), উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জিয়া হায়দার খান লিটন (উপজেলা পরিষদ ভাইস চেয়্যারম্যান), সিনিয়র সহ সভাপতি আফরোজা আক্তার লাইজু (উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান) সহ রাজাপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতে মাননীয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমু’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে করোনাভাইস মুক্তির জন্যও দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজাপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবু সাইদ। প্রসঙ্গত, ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়।

ঝালকাঠি আজকাল