• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

রাজাপুরে কোয়ারেন্টাইনে থাকা ৩ জন সুস্থ আছেন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

 


ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদেশ ফেরত চারজনকে নিজ বাড়িতে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। 


বুধবার (১১ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, বিদেশ থেকে ফেরত আসা চারজনকে রাজাপুরে নিজ বাড়িতে আলাদভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। তবে এদের কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন।

তিনি জানান, এর মধ্যে চীন ফেরত একজনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এছাড়া সৌদি আরবের দু’জনের জ্বর-কাশি ছিল। গত তিনদিন ধরে তাদের কোয়ারেন্টাইনে থাকার পর এখন তারা ভালো আছেন। মঙ্গলবার ইতালি থেকে দেশে আসা একজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সুস্থ থাকলেও যেহেতু ইতালিতে এই মুহূর্তে লকডাউন আছে তাই তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালাদার  বলেন, বিদেশ ফেরত ওই চারজনকেই আমরা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখলেও তাদের শরীরে বর্তমানে কোন জ্বর বা কোনো প্রকার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই। 

তিনি বলেন, যেহেতু তারা বিদেশ থেকে এসেছেন, তাই তাদের নিজ ঘরে কোয়ারেইন্টানে রাখা হয়েছে। বিদেশ ফেরত যে কেউ দেশে এলেই তার জন্য এটা করা প্রয়োজন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ঝালকাঠি আজকাল