• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

রাজাপুরে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০২০ বাস্তবায়নে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সভাটি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারি সারাদেশে ন্যায় রাজাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি বিশেষ কেন্দ্র সহ ৬ টি ইউনিয়নের মোট ১৪৫ টি কেন্দ্রের প্রত্যেকটিতে দুজন করে সেচ্ছাসেবক মোট ২৯০ জন এ দায়িত্ব পালন করবেন। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯৬০ জন শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ১৫১১০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০২০ বাস্তবায়নে পুরো উপজেলায় যাতে কোনো শিশু এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সবাইকে সচেতন থাকার জন্য ১১ জানুয়ারি পূর্বে উপজেলার প্রতিটি এলাকায় জনসচেতনতা সৃষ্টির করতে সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ঝালকাঠি আজকাল