• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

টি ব্যাগের যত ব্যবহার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

ব্যবহার করার পর টি ব্যাগটি ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। চা পাতার ক্যাফিন ও ট্যানিন থাকায় ত্বক ও চুল পরিচর্যায় কাজে আসে এটি। চোখের নীচে ডার্ক সার্কেল থেকে শুরু করে কন্ডিশনারের বিকল্প হিসেবে জুড়ি নেই চা পাতার। এছাড়া গৃহস্থালি কাজেও এটি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে।

  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।
  • চা পাতায় থাকা ট্যানিন ও ক্যাফিন চোখের ফোলা ভাব কমায়। দূর করতে পারে ডার্ক সার্কেলও। টি ব্যাগ বরফ পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর টি ব্যাগ চোখের উপর ধরে থাকুন মিনিট দশেক। প্রতি দিন ঘুমনোর আগে এটি করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই ডার্ক সার্কেল কমবে অনেকটা।
  • চায়ের লিকার ট্যান তাড়াতে পারে। কড়া লিকারে তুলা ভিজিয়ে সেটি রোদে পোড়া ত্বকে চেপে রাখুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া ত্বকের জ্বালা ও কালচে ছোপ দুই-ই কমবে।
  • টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। দারুণ জৈব সারের কাজ করবে এটি।
  • ব্যবহার করা হয়ে গিয়েছে এমন টি ব্যাগ রোদে একটু শুকিয়ে নিলেই ভালো স্ক্রাবার হিসেবে কাজ করতে পারে। শুকনো টি ব্যাগের সঙ্গে গোলাপজল যোগ করে নিন স্ক্রাবার হিসেবে ব্যবহারের আগে।
  • ত্বক খুব তেলতেলে হয়ে গেলেও সহায় হবে চায়ের লিকার। লিকারে একটু লেবুর রস মিশিয়ে নিয়ে টোনারের মতো ব্যবহার করুন। ত্বকের তেলা ভাব কাটিয়ে ঝরঝরে হয়ে উঠবে ত্বক।
  • হাত থেকে পেঁয়াজ অথবা রসুনের তীব্র গন্ধ দূর করতে ব্যবহৃত টি ব্যাগ হাতে ঘষে নিন বারকয়েক।
  • শ্যাম্পু করার পর ভালো করে চুল ধুয়ে সব শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল ঝলমলে হবে।
  • থালাবাসন থেকে দাগ উঠছে না? গরম পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।
ঝালকাঠি আজকাল