• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

বিশ্বের অতি ধনীদের মধ্যে বাংলাদেশের ৪০ জন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

বিশ্বে ধনকুবেরের সংখ্যা সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত বছরের তুলনায় চলতি বছর অতি ধনীদের তালিকায় আরো ৩১ হাজার মানুষ যুক্ত হয়েছেন। আর এই তালিকায় রয়েছে ৪০ জন বাংলাদেশিও। 

সম্পত্তি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাইট ফ্রাঙ্ক তাদের প্রতিবেদনে অতি ধনীদের অতি উচ্চমাত্রার সম্পদশালী ব্যক্তি (ইউএইচএনডব্লিউআই) হিসেবে উল্লেখ করেছে। এদের প্রত্যেকের সম্পদের পরিমাণ তিন কোটি মার্কিন ডলারেরও বেশি। ২০১৯ সালের তুলনায় চলতি বছর তাদের সংখ্যা ৬ শতাংশ অর্থাৎ ৩১ হাজার বেড়ে পাঁচ লাখ ১৩ হাজার ২৪৪ এ দাঁড়িয়েছে। এর মানে হচ্ছে আইসল্যান্ড, মাল্টা বা বেলিজের জনসংখ্যার চেয়েও বিশ্বে এই ‘অতি ধনীদের’ সংখ্যা বেশি।

ভারত, মিশর, ভিয়েতনাম, চীন ও ইন্দোনেশিয়ার ধনীরা বিপুল সম্পদ অর্জন করায় ২০২৪ সাল নাগাদ এদের সংখ্যা ২৭ শতাংশ বেড়ে ছয় লাখ ৫০ হাজার দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটির হিসেবে, বিশ্বে অতি উচ্চমাত্রার সম্পদশালী ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- দুই লাখ ৪০ হাজার ৫৭৫ জন। গত বছর বাংলাদেশে অতি উচ্চমাত্রার সম্পদশালী ব্যক্তি ছিলেন ৪০ জন। ২০২৪ সাল নাগাদ এই সংখ্যা ৪২ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি আজকাল