• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

ছাত্রী-অভিভাবকদের অসতর্ক মুহূর্তের ভিডিও ধারণ, যুবক আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

চট্টগ্রাম নগরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও নারী অভিভাবকদের ভিডিও ধারণ করে তা নিজস্ব ফেসবুক পেজে ছড়িয়ে দেয়ার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন।

জানা গেছে, ওই যুবক ২০১৬ সাল থেকে ‘টপ ফান আড্ডা’ নামে একটি ফেসবুক ফ্যান পেজ চালিয়ে আসছিলেন। গত ৬ জানুয়ারি থেকে ওই পেজে নগরের দামপাড়া এলাকার একটি স্বনামধন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও নারী অভিভাবকদের ভিডিও গোপনে ধারণ করে পোস্ট করতে শুরু করেন। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০ দিনে ২৭টি ভিডিও পোস্ট করেন তিনি। যার প্রত্যেকটি গোপনে মোবাইলে ধারণ করা। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থীদের অপেক্ষায় স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের দুর্বল বা অসতর্ক মুহূর্তের সুযোগ নেয়া হয়েছে।

জুনায়েদ হাবিব নামে এক ফেসবুক ব্যবহারকারী জানান, ‘গতকাল হঠাৎ নিউজ ফিডে ওইসব আপত্তিকর ভিডিও দেখে অবাক হই। নগর পুলিশ সদর দফতরের সামনের একটি স্কুলে এমন ঘটনা কীভাবে ঘটলো? পরে বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানালে, পুলিশ ওই যুবককে আটক করেছে।

এদিকে যুবকের এমন বিকৃত রুচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই স্কুলের অভিভাবক ও সাধারণ নগরবাসী। তারা নানা প্রশ্ন তুলে বলছেন, এমন কুরুচিপূর্ণ স্বভাবের মানুষও সমাজে বাস করতে পারে। আর এমন ফেসবুক পেজে ৩০ হাজারের বেশি লাইক রয়েছে। এই ফেসবুক ব্যবহারকারীরা কারা? এমন একটি বিষয় কেন এত পরে জানা গেলো?

ইতোমধ্যে নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানও বিষয়টি সম্পর্কে জেনেছেন। তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

ঝালকাঠি আজকাল