• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

দুস্থ নারীদের সরকারি চাল পাচার, ২ ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারি ভালনারেবল উইমেন পবনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৯০০ কেজি চাল উদ্ধারের ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাতে তাদের গ্রেফতার করে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় গ্রেফতার দুজনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউল গনি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল গফুর (৫৫) ও মৌজপুর গ্রামের শরীফ মিয়ার ছেলে মতিন মিয়া (৪৫)।

উপপরিদর্শক (এসআই) আতাউল গনি জানায়, গ্রেফতার দুজন চালের ব্যবসায়ী। তারা বেআইনিভাবে উপকারভোগীদের চাল ক্রয় করেছেন ব্যবসা করার জন্য। এছাড়া প্রথম দিন আটক সিএনজি চালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের দোষ না পাওয়ায় তাকে মামলায় আসামি না করে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার তদন্তে ইউনিয়ন পরিষদের (ইউপি) কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (২৬ মার্চ) জাহাঙ্গীর আলম তার অটোরিকশায় করে ভিডব্লিউবির ৯০০ কেজি চাল ধর্মঘর ইউনিয়ন থেকে মাধবপুর সদরে নিয়ে যাচ্ছিলেন। পথে কাশিনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা চাল ও অটোরিকশাসহ তাকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে, চালের মূল মালিক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ঝালকাঠি আজকাল