• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শিশু ধর্ষণ-হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

বরিশাল নগরে শিশু ধর্ষণ ও হত্যায় মামলায় রাসেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির।  
তিনি বলেন, রায় ঘোষণার সময় দণ্ডিত যুবক এজলাসে উপস্থিত ছিলেন। রাসেল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রাম মসজিদ গলির বাসিন্দা সিদ্দিক স্বর্ণকারের ছেলে।  

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১৩ সালের ২৩ আগস্ট প্রতিবেশীর ঘরে একা ছিল ১৩ বছর বয়সী শিশু কন্যা। এ সুযোগে দণ্ডিত রাসেল তাকে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এক পর্যায়ে শিশু কন্যার গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সহযোগী পলাশ মোল্লার সহায়তায় ঘরের পেছনে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। শিশু কন্যার মা ঘরে এলে দুজনকে পালিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ২৪ আগস্ট শিশু কন্যার বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত ১৪ জনের মধ্যে নয়জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন।

তিনি আরও বরেন, মামলার অপর আসামি পলাশ মোল্লা শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে হচ্ছে।

ঝালকাঠি আজকাল