• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বিএনপি নেতা আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের হামলায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে ২৮ অক্টোবরের ঘটনায় পল্টন থানার ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর কনস্টেবল পারভেজ হত্যা মামলায় আমিনুলের ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে আমিনুলের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে আমিনুলকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য আমিরুলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে হত্যা মামলা করে পুলিশ। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ঝালকাঠি আজকাল