• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আলেশা মার্টের চেয়ারম্যান কারাগারে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

চেক প্রতারণার অভিযোগে করা মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ নির্দেশ দেন।

এর আগে, সকালে রাজধানীর বনানী থেকে মঞ্জুরুল আলম শিকদারকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে বনানী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্টও রয়েছে।

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর থেকে নিবন্ধন পায়। ঐ বছরের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয় প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আলেশা মার্ট।

 

ঝালকাঠি আজকাল