• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আমীর খসরুর ৮ মামলায় শুনানি ১৭ জানুয়ারি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আট মামলায় জামিন শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।  
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানির এ দিন ধার্য করেন।

এদিন আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, সকালে সিএমএম আদালতে আমরা জামিন আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ঐদিন শুনানি হবে।  

এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন গ্রহণ করে তা আইন অনুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দেন। ঢাকার সিএমএমকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল