• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

যে ১০ কারণে কখনোই শ্রীলঙ্কা হবে না বাংলাদেশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ মে ২০২২  

সম্প্রতি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার অবস্থা বেশ শোচনীয় হয়ে পড়েছে। অর্থনৈতিক দুরাবস্থা থেকে সঙ্কট গিয়ে ঠেকেছে রাজনৈতিক অস্থিরতায়। দেশটার জন্য যখন মানুষ দুঃখ করছে, তখন কিছু যুক্তিবাদী শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশকে কল্পনা করছে।

তারা ভাবছে, বাংলাদেশও এক সময় শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। কিন্তু এ ধরনের ভাবনা যারা ভাবছেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কেননা- শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেক শক্তিশালী। 

এখন দেখে নেয়া যাক কোন কোন কারণে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো অবস্থার সৃষ্টি হবে না।

> খাদ্য নিরাপত্তা: শ্রীলঙ্কার প্রধান খাদ্যের পুরোটাই আমদানি নির্ভর। কিন্তু বাংলাদেশের প্রধান খাদ্য দেশেই উৎপাদিত হয়।

> বৈদেশিক মুদ্রার রিজার্ভ: যেখানে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ২ বিলিয়ন ডলার। সেখানে বাংলাদেশের রিজার্ভ ৪৪ দশমিক ৪০ বিলিয়ন।

> রেমিটেন্স খাত: বাংলাদেশে রেমিটেন্স আয়ে চলছে বিপ্লব। সেখানে শ্রীলঙ্কার রেমিটেন্স কমতে কমতে শূণ্যের কোঠায় নামছে।

> কৃষি খাতকে অবমূল্যায়ন: কয়েক বছর আগে কৃষি খাতে ভুল সিদ্ধান্ত নেয়ায় শ্রীলঙ্কার ফসল উৎপাদন নেমে আসে শূণ্যের কোটায়। আর বাংলাদেশ এখন সবজি রপ্তানিতে শীর্ষের দিকে উঠে আসছে।

> অপরিকল্পিত কর ব্যবস্থা: উন্নয়নের জন্য করের চেয়ে ঋণে মনোযোগ বেশি দেয় শ্রীলঙ্কা। ফলে রাজস্ব আদায়ে নেমে আসে বিপর্যয়। কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ রাজস্ব আসে কর থেকে।

> রফতানি আয়: করোনার আগে থেকেই শ্রীলঙ্কার রফতানি আয়ে ভাটা পড়েছিল। করোনাকালে এই ভাটা আরও তীব্রতর হয়। কিন্তু বাংলাদেশের রফতানি আয় এতোই বাড়ছে যে, চলতি অর্থবছর শেষে ৫ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছবে।

> মাথাপিছু ঋণ: এতো এতো প্রকল্প চলমান থাকার পরও বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ ২৯২.১১ ডলার। আর আমাদের চেয়ে বেশি মাথাপিছু আয় দেখানো শ্রীলঙ্কার মাথাপিছু ঋণ ১৬৫০ ডলার।

> ভুল প্রকল্পে বিনিয়োগ: শ্রীলঙ্কায় চলমান প্রকল্পের বেশির ভাগই বেহিসাবে ও অপরিকল্পিত। যার সুফল পাচ্ছে না লঙ্কাবাসী। অন্যদিকে বাংলাদেশের প্রতিটা প্রকল্পই নেয়া হয়েছে সুদূরপ্রসারী দৃষ্টিতে। যার উন্নয়ন পুরোটাই ভোগ করছে জনগণ।

> ঋণের সুদে তারতম্য: বিভিন্ন প্রকল্পের জন্য বাংলাদেশ ঋণ নিয়েছে খুবই সহজ কিস্তি ও স্বল্প সুদে। যা পরিশোধের মেয়াদও অনেক দীর্ঘ। কিন্তু শ্রীলঙ্কা ঋণ নিয়েছে কঠিন শর্তে ও চড়া সুদে। ফলে শোধ করতে গিয়ে পড়েছে বিপাকে।

>করোনা মোকাবেলায় সাফল্য: শেষ কথা হিসেবে বলতে হয়, করোনা মোকাবেলার কথা। কেননা টানা দুটি বছর বিশ্বের প্রতিটা দেশ করোনার আঘাত সামলাতে নাকাল হয়ে পড়েছে। যে দেশগুলো সাফল্যের সাথে মোকাবেলা করেছে তাদের আর্থিক ভিত্তি ঠিক আছে। যেসসব দেশের মধ্যে বাংলাদেশ উপরের সারিতে রয়েছে। আর শ্রীলঙ্কা করোনা মোকাবেলায় সাফল্য না পাওয়ায়ি ভেঙে পড়ে দেশের অর্থনীতি।

সব মিলিয়ে বাংলাদেশ সরকার এখনো দেশকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। আগামী কয়েক বছরেও কোনো সঙ্কটের উপর্গ দেখা যাচ্ছে না। এরপরও যারা দিবাস্বপ্ন দেখছেন, তারা দেশকে বিক্রি করে নিজের সুবিধা নেয়ার আশায় দিন গুনছেন। তবে আপামর জনতা তাদের এই দুরভিসন্ধি কখনো সত্যি হতে দেবে না।

 

ঝালকাঠি আজকাল