• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

দুই উড়োজাহাজে ধাক্কা: প্রধান প্রকৌশলীসহ ৫ জন সাময়িক বরখাস্ত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মে ২০২২  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারসহ (প্রধান প্রকৌশলী) বিমানের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ মে) রাতে মুঠোফোনে বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, বরখাস্তদের বিরুদ্ধে সাময়িকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিপূর্ণ তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বরখাস্তরা হলেন- বিমানের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশল কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, গত ১০ এপ্রিল হাঙ্গারের ঢোকার সময় বোয়িং ৭৭৭-৩৩৩ উড়োজাহাজের সামনের অংশ (নোজ) বোয়িং ৭৩৭-৮০০ এর পেছনের অংশ (টেইল) গিয়ে ধাক্কা দেয়। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের ব্ল্যাকহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাম দিকের অনুভূমিক স্ট্যাবিলাইজারের কোণার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে ওইদিনই বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। পরদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করে।

এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে সেদিনের সংঘর্ষে দুই বোয়িং উড়োজাহাজের ক্ষতির জন্য ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করা হয়।

তবে বিমানের প্রধান প্রকৌশল বিভাগ ও উড়োজাহাজ প্রস্তুতকারক বোয়িংয়ের প্রচেষ্টায় তিন দিনের মধ্যে বোয়িং উড়োজাহাজ দুটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়।

ঝালকাঠি আজকাল