• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

দোকানে গিয়ে মেয়র নিজেই খোঁজ নিচ্ছেন ট্রেড লাইসেন্সের

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ মে ২০২২  

ট্রেড লাইসেন্স আছে কি না, সে খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন দোকান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১১ মে) রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকা পরিদর্শনে এসে আশপাশের দোকানে তিনি ট্রেড লাইসেন্সের খোঁজ নেন।

এদিন বেলা ১১টার দিকে ওই এলাকার বিভিন্ন দোকানে লাইসেন্সের বিষয়ে দোকানিদের সঙ্গে কথা মেয়র।

এসময় তিনি একটি স্টেশনারি শো পিসের দোকানে ঢুকে দোকান মালিককে জিজ্ঞেস করেন ট্রেড লাইসেন্স আছে কি না। দোকানি মেয়রের প্রশ্নের জবাবে ট্রেড লাইসেন্স আছে বলে জানান। মেয়র লাইসেন্স দেখতে চাইলে দোকানি তা বের করে দেখান। ট্রেড লাইসেন্স থাকায় দোকানিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসেন ব্যারিস্টার তাপস।

অন্য একটি দোকানে ঢুকে ট্রেড লাইসেন্স দেখতে চাইলে দোকানি তা দেখান। এসময় মেয়র দোকানিকে বলেন, ট্রেড লাইসেন্স দোকানে টাঙিয়ে রাখবেন, যেন দোকানে ঢুকেই দেখা যায়। তাহলে কেউ জিজ্ঞেস করবে না।

এভাবেই আরও বেশ কয়েকটি দোকানে ঢুকে ট্রেড লাইসেন্সের খোঁজখবর নেন মেয়র।

এদিন সকালে মিলব্যারাক সংলগ্ন ধোলাইখাল পাম্প স্টেশন ও জলাধার পরিদর্শনে বের হন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। যাত্রাপথে বিভিন্ন দোকান পরিদর্শন করেন তিনি।

ঝালকাঠি আজকাল