• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগবান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে: স্পিকার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন ও স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে।

সোমবার রাজধানীর রেডিসন ব্লু’র গ্র্যান্ড বল রুমে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। পণ্য বৈচিত্র ও পণ্যের গুণগত মানোন্নয়নের কারণে বিদেশেও রফতানি বেড়েছে। বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়া সম্প্রসারিত করতে পারলে বাণিজ্য অংশীদাররা এদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরো উদ্বুদ্ধ হবে।

বিএমসিসিআই সভাপতি রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিমের প্রেরিত বার্তা শোনানো হয়।

অনুষ্ঠানে বিএমসিসিআইর সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ বিএমসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল