• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, জাতির সূর্যসন্তানদের হত্যার কলঙ্কজনক অধ্যায় ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তবে, বুদ্ধিজীবীদের স্বপ্নপূরণের মাধ্যমেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ঢাবি উপাচার্য।

ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, বুদ্ধিদীপ্ত সমাজ গড়ে তোলার জন্য অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং একটি উন্নত বাংলাদেশ তৈরি করার জন্য শহীদদের যে উদ্দেশ্য ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আর আমরা তা বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সমাদৃত হয়েছে।

‘কেমন বাংলাদেশ দেখতে চান’ প্রশ্নে আখতারুজ্জামান বলেন, আমরা চাই ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে। এ জন্য সরকারের উন্নয়ন পরিকল্পনার মধ্যে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন জরুরি। এ বাস্তবায়ন হলে শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।

ঝালকাঠি আজকাল