• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

উপকূল জলদস্যু মুক্ত করতে চায় র‌্যাব

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১  

উপকূলীয় এলাকাকে দস্যুমুক্ত ও গভীর সমুদ্রে নিরাপদে জেলেদের মাছ শিকারের পরিবেশ তৈরি করতে চায় র‌্যাব। 

রোববার বরগুনার পাথরঘাটায় জেলেদের সঙ্গে মতবিনিময়ের সময় র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন। জলদস্যুদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে র‌্যাব সব ধরনের সহযোগিতা করবে।’

গত তিন বছর উপকূলীয় এলাকার জেলেরা সমুদ্রে অনেকটা নির্বিঘ্নে মাছ শিকার করতে পারলেও সম্প্রতি জলদস্যুদের উৎপাত বেড়েছে। তাদের উৎপাতে অতিষ্ঠ জেলেদের নিয়ে পাথরঘাটায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন মিলনায়তনে মতবিনিময়ের আয়োজন করা হয়। 

মৎস্যজীবী নেতারা এবং সম্প্রতি জলদস্যুদের হাত থেকে ফিরে আসা জেলেরা এ সময় উপস্থিত ছিলেন। র‌্যাব মহাপরিচালক ছাড়াও সভায় বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি আখতারুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ, র‌্যাব-৮-এর সিও জামিল হাসান, র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লে. কর্নেল মশিউর রহমান, গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বরগুনার এসপি জাহাঙ্গীর মল্লিক এতে বক্তব্য দেন।

জেলেদের পক্ষে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘যারা আত্মসমর্পণ করেছে, তাদের দিকে র‌্যাবের বিশেষ নজর রাখতে হবে। নতুন করে দস্যুতার পেছনে তাদের হাত আছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। কিছুদিন আগে দস্যুদের হাতে অপহৃত জেলে কামাল হোসেনের মা মরিয়ম বেগম বলেন, কামালকে অপহরণ করে ওরা তিন লাখ টাকা চেয়েছিল। অনেক কষ্টে ৫০ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। পরে র‌্যাব তাদের গ্রেপ্তার করে সেই টাকা উদ্ধার করে দিয়েছে।’

দস্যুদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেন র‌্যাব মহাপরিচালক।

ঝালকাঠি আজকাল