• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। একই সময় আক্রান্ত হয়েছেন আরো ১৪৪ জন ও সুস্থ হয়েছেন ১৩৬ জন।

শনিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের চাঁন মিয়া (৪৫) এবং সদরের সেলিনা (৬৯)। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৮ জন বগুড়ার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলা দুটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনা পরীক্ষা করে নতুন ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় আটজন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরের ১০০ জন, সোনাতলার ১৪ জন, গাবতলীর ১৩ জন, দুপচাঁচিয়ার ১০ জন, শাজাহানপুরের তিনজন এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুর একজন করে রয়েছেন। এ ছাড়া একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন আরও ১৩৬ জন।

ডা. তুহিন আরো জানান, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন এবং ৫৩৩ জন মারা গেছে। বর্তমানে জেলায় ১ হাজার ৮৯৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি আজকাল