• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ির জট, তীব্র গরমে মারা গেছে ৪টি গরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নরসিংহপুরের শরীয়তপুর-চাঁদপুর ফেরি ঘাটে রাত নয়টা পর্যন্ত পারের অপেক্ষায় ছিল প্রায় ছয়শ যানবাহন। এছাড়া দীর্ঘ সময় গরুবাহী ট্রাক আটকে থাকার কারণে তীব্র দাবদাহে চারটি গরু মারা গেছে।

গরু ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গতকাল দুপুর থেকে অন্তত ১৮টি গরু মারা গেছে।

শুক্রবার রাতে শরীয়তপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল মোমিন দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় মোট ছয়টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করছি। গতকাল সকাল থেকে ফেরি ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। যা এখন আরও বৃদ্ধি পেয়েছে। আনুমানিক ছয়শ গাড়ির আটকে আছে।

কোরবানির পশু মারা গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় বাসিন্দা ও গরু ব্যবসায়ীদের কাছে শুনেছি- গতকাল প্রায় পাঁচটি গরু এবং আজকে চারটি গরু মারা গেছে। তবে, আমি নিজ চোখে কোনো গরু মারা যেতে দেখিনি। আজ একজন ট্রাকচালক অনুরোধ করেছিল, আমার একটি গরু মারা গেছে এবং অন্যান্য গরুর আশঙ্কাজনক। আমাকে একটু আগে যেতে দিন।’

তিনি আরও বলেন, ‘আমাকে অনুরোধ করলে আমি তাকেসহ অন্যান্য পশুবাহী গাড়িগুলো আগে ফেরিতে উঠতে দেই।’

গরু ব্যবসায়ী নুরু মিয়া ফরিদপুর থেকে নোয়াখালী যাচ্ছিলেন কোরবানির গরু বিক্রি করতে। তিনি বলেন, ‘ফেরিঘাটে এসে তীব্র যানজটে ফেঁসে গেছি। সারাদিন আকাশে প্রচণ্ড রোদ ছিল। আমরা গরু সুস্থ রাখতে গরুর গায়ে পানি ঢেলেছি। এছাড়া গাছের পাতা এনে ছায়া দেওয়ার চেষ্টা করেছি। আমার আরও একটি গরুর অবস্থা আশঙ্কাজনক থাকায় গরুটিকে জবাই করি।’

ঝালকাঠি আজকাল