• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

কোরবানির পশু ক্রেতা-বিক্রেতাদের জন্য ড.এবিএম আব্দুল্লাহ’র পরামর্শ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

দেশজুড়ে চলছে করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারির প্রকোপ। এর মধ্যেই এগিয়ে আসছে ঈদ। আসন্ন ঈদে পশুর হাট থেকে করোনার বিস্তার বাড়তে পারে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিষয়টি নিয়ে শনিবার (০৪ জুলাই) নিজের মতামত দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। দেশের একটি শীর্ষ দৈনিকে লেখা মতামতে কোরবানির পশুর হাট সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষ এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শগুলো তুলে ধরা হলো;

১. শুধু ঝুঁকির কারণে পশুর হাট বন্ধ করা যাবে না। ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মানতে হবে।

২. যত্রতত্র নয়, বড় ও খোলা জায়গায় হাট বসাতে হবে। বিক্রেতা ও ক্রেতাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩. যত কম সম্ভব মানুষ নিয়ে হাটে আসতে হবে।

৪. একাধিক হাট না ঘুরে একটি হাট ঘুরেই পশু কিনে ফেলতে হবে।

৫. যত দ্রুত সম্ভব পশু কিনে বাড়ি ফিরতে হবে।

৬. ক্রেতা-বিক্রেতা উভয়কেই আবশ্যিকভাবে মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাথার ক্যাপ ও সম্ভব হলে গাউন পরতে হবে।

৭. একাধিক পশু কোরবানি না দিয়ে এবার একটা কোরবানি দিন। বাকিগুলোর টাকা গ্রামে ফেরা নিরুপায় কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতে পারেন।

৮. অসুস্থ পশু হাটে আনা যাবে না। পশু অসুস্থ মনে হলে ক্রেতাদের তার পাশে যাওয়া যাবে না। গ্লাভস পরে ছাড়া পশুর গায়ে হাত দেয়া যাবে না।

৯. হাটে পর্যাপ্ত স্যানিটাইজার বা সাবান-পানির ব্যবস্থা রাখতে হবে। ক্রেতা-বিক্রেতারা হাত পরিষ্কার রাখতে পারেন।

১০. এবারের ঈদে যে যেখানে আছেন, সেখান থেকেই উদ্‌যাপন করুন। শহর ছেড়ে গ্রামে যাবেন না। আগের ঈদে দলে দলে মানুষ ঢাকা ছাড়ার কারণে গ্রামের অবস্থা খারাপ হয়েছে। এবারও যাওয়া-আসা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ঝালকাঠি আজকাল