• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

দেড় কোটি পরিবারের ঘরে সরকারের ত্রাণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জুন ২০২০  

করোনাভাইরাসের এই দুর্যোগে মানবিক সহায়তা হিসেবে সারাদেশে এ পর্যন্ত প্রায় দেড় কোটি পরিবারের সোয়া ছয় কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জুন পর্যন্ত সারাদেশে প্রায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি  ৪১ লাখ ১৮ হাজার ৪৮৮। আর উপকারভোগী মানুষ ৬ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৪০৯ জন।
 
এছাড়াও প্রায় ১১০ কোটি টাকা নগদ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় ৭৫ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকা। এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮৪ লাখ ৭ হাজার ১০৭টি এবং উপকারভোগী ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৭৯ জন।
 
শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২৩ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ১০ হাজার ২৫১টি এবং লোক সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২০০ জন।

ঝালকাঠি আজকাল