• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

সার্ক হেলথ ভিডিও কনফারেন্স আজ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে সার্ক হেলথ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কনফারেন্সে সার্কভুক্ত আটটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার একাধিক ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

দেশটির হিন্দুস্তান টাইমস জানায়, গত ১৫ মার্চ সার্ক প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এতে সার্কভুক্ত দেশগুলোতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা, কোয়ারেন্টাইনের অবস্থা, সংক্রমণ রোধে সচতেনতা এবং করেনা মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতির মত বিষয়গুলো নিয়ে তথ্য ও মত বিনিময় করবেন বিশেষজ্ঞরা। তবে গণমাধ্যমগুলোতে কনফারেন্সের সময় জানানো হয়নি।

এদিকে সূত্রে জানা গেছে, সার্কভুক্ত দেশের করোনামোকাবিলা তহবিলে এ পর্যন্ত ভারত ১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশ ১৫ লাখ মার্কিন ডলার, শ্রীলংকা ৫০ লাখ মার্কিন ডলার, নেপাল ১০ লাখ মার্কিন ডলার, আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার, মালদ্বীপ ২ লাখ মার্কিন ডলার এবং ভূটান এক লাখ মার্কিন ডলার দিয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার দাঁড়িয়েছে।

ঝালকাঠি আজকাল