• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে সমাদৃত বাংলাদেশের সিরামিক পণ্য

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

দেশের চাহিদা মিটিয়ে এখন বিশ্ববাজারে সমাদৃত বাংলাদেশের তৈরি বিভিন্ন সিরামিক পণ্য। গেল অর্থবছরে এ খাতের রফতানি আয় ৭ কোটি ৮০ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ শতাংশ বেশি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ জনবল ও যথেষ্ট বিনিয়োগ না আসায় আলোর মুখ দেখতে পারছে না সম্ভাবনাময়ী এ খাত। পোশাক খাতের বিকল্প হিসেবে সরকারকে এ খাতে নীতি সহায়তা দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

শুরুটা ষাটের দশকে। চিনামাটির থালাবাসন, টয়লেট সামগ্রী আর টাইলস তৈরিতে গড়ে ওঠে হাতে গোনা দু-একটি সিরামিক কারখানা। তখন সামান্যই চাহিদা মিটতো দেশের অভ্যন্তরীণ বাজারের।

বদলেছে সময়, পরিবর্তন হয়েছে রুচির। বিংশ শতাব্দীর শুরু থেকেই সিরামিক শিল্পে আসে আমূল পরিবর্তন। প্লাস্টিক, চিনামাটি আর কাসার পণ্যের বাজারকে পেছনে ফেলে সিরামিকের পণ্য এখন রুচিশীর মানুষের ঘরে ঘরে। তথ্য মতে দেশে ২৬টি প্রতিষ্ঠান উৎপাদন করছে বছরে ২৫ কোটি পিস সিরামিকের এসব পণ্য। ব্যবহারে স্বাস্থ্যসম্মত হওয়ায় বাড়ছে আকর্ষণীয় এসব পণ্যের বাজার।

শুধু দেশের বাজারেই নয়; বহির্বিশ্বেও সুনাম কুড়িয়েছে দেশের সিরামিক পণ্য। আসছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও। ইপিবির তথ্য মতে, গত ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৮ মাসেই এ খাতের রফতানি আয় আসে ৫ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫১ দশমিক ৩৭ শতাংশ বেশি।

রফতানি পণ্য বহুমুখীকরণে সম্ভাবনাময়ী এসব পণ্য উৎপাদনে সরকারকে আন্তরিক হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দেশে সিরামিকের টেবিলওয়্যার তৈরি হচ্ছে প্রায় ২৫০টি ভিন্ন ভিন্ন ডিজাইনের।

ঝালকাঠি আজকাল