• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ফেনসিডিল পাচার মামলায় যুবকের যাবৎজীবন কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত ৮৩৭ বোতল ফেনসিডিল পাচার মামলায় মো. রাসেল পাটোয়ারিকে (২১) যাবৎজীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছে আদালত। মো. রাসেল পাটোয়ারি যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মো. সোলায়মান ওরফে সলেমানের পুত্র। রবিবার বৈকালিক পর্বে  জজ আদালত আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৯ জানুয়ারি দিবাগত রাত ৮:৪৫ মিনিটের সময় র‌্যাব-৮ বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালিগামী আকিজ ট্যান্সপোর্ট কভারভ্যান তলাøশি করে ৮৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই সড়কের ঝালকাঠির নলছিটিস্থ মহাসড়কের বেলি ফিলিং স্টেশনের সামনে কভার ভ্যান থামিয়ে এই মাদক মালামাল উদ্ধার করে এবং র‌্যাব দেখে মো. রাসেল পাটোয়ারি পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে মো. রাসেল পটোয়ারি জানায় তামাক বহনকারি এই কভারভ্যানে সে বিক্রির উদ্দেশ্য ফেনসিডিল পাচার করে নিচ্ছিল।

এ বরিশাল ব্যাপারে র‌্যাব-৮ এর ডিএডি একে এম আবু হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত মো. রাসেল পাটোয়ারি বিচার চলাকালিন জামিন নিয়ে পলাতক থাকে। আদালত রাসেল পাটোয়ারির গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ঝালকাঠি আজকাল