• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

শীতের হিমে স্বাদের পিঠা

ভাপা নকশি পুলি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

যা যা লাগবে:

পুরের জন্য-দুধ ১ লিটার, সুজি ২ টেবিল চামচ, নারিকেল কোরা ১ কাপ, চিনি ১/৪ কাপ, খেজুর গুড় ১/৪ কাপ, লবণ স্বাদমতো, এলাচ গুঁড়া ১ চিমটি, ডো এর জন্য- চালের গুঁড়া ১ কাপ, পানি ১ কাপের সামান্য বেশি, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন:

১। পুর তৈরি- দুধ জ্বাল দিয়ে ১/২ লিটারের মতো করে নিন। এতে সুজি ও নারিকেল দিয়ে দ্রুত নাড়তে থাকুন। সুজি সিদ্ধ হয়ে গেলে চিনি দিন। হালুয়ার মতো হয়ে এলে খেজুর গুড় দিন। গুড় গলে মিশে গেলে আরেকটু টানিয়ে এলাচ গুঁড়া মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

২। পিঠা তৈরি-ডো এর পানি ফুটান। চালের গুড়া দিয়ে অল্প আঁচে ৫ মিনিট ঢেকে রাখুন। পাত্র আলগা করে পানির সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে আরও ৫ মিনিট ঢেকে রাখুন। এবার ভালো মতো মথে নিন। ছোট ভাগে ভাগ করে একটু মোটা করে ছোট ছোট রুটি বানান। এক একটি রুটির মধ্যে ১ চামচ পুর ভরে পুলি তৈরি করুন। সাসলিক কাঠিতে তেল মাখিয়ে প্রতিটা পিঠার গায়ে ইচ্ছামতো জ্যামিতিক নকশা আঁকুন। সব পিঠা পানি ফুটিয়ে ৮/১০ মিনিট ভাপিয়ে নিন।

ঝালকাঠি আজকাল