• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

হার্টের সমস্যা বা মাথা ব্যথা এক চায়েই মিলবে সমাধান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

সকালে কিংবা বিকেলে এক কাপ চা মুহূর্তেই শরীর ও মনকে চাঙ্গা করে দিতে পারে! তবে যদি সেই চায়ের সঙ্গে কয়েক কুচি আদা থাকে, তাহলে স্বাদ যেমন বাড়ে, সঙ্গে বাড়ে তার গুণও। 

জানেন কি? এক কাপ আদা চা খেলেই বহু সমস্যার সমাধান হতে পারে। অনেকেই দুধ চা খেতে পছন্দ করে। তবে আদা চায়ের তুলনায় দুধ চা খুবই নগণ্য। কারণ তাতে কোনো উপকার নেই বরং অপকারই বেশি। জেনে নিন আদা চায়ের কয়েকটি উপকারিতা-

১. গাড়িতে চড়লে অনেকের বমি বমি ভাব হয়। সেক্ষেত্রে আগে থেকে এক কাপ আদা চা খেয়ে নিন। বমি বমি ভাব কেটে যাবে।  

২. পেট খারাপ বা পেট ব্যথা হলে কী খাবেন বুঝতে পারেন না? এক কাপ আদা-চা খেয়ে নিন। পেট ভাল থাকবে।  

৩. গায়ে, হাত ও পায়ে ব্যথা বা মাথার যন্ত্রণা থাকলে আদা-চা খান। 

৪. অ্যালার্জি, সর্দির সমস্যা বা হার্টের সমস্যা থাকলেও এক কাপ চা সমাধান হিসেবে কাজ করবে।  

৫. দেহে রক্ত সঞ্চালন ঠিকঠাক হলে শরীর সুস্থ থাকে। তাই নিয়মিত আদা-চা খান।  

৬. হাই অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার ফলে শরীরে রোগ প্রতিরোগ করার ক্ষমতা বেড়ে যায়।  

৭. স্ট্রেস কমানোর জন্যও এক কাপ আদা-চায়ের জুড়ি মেলা ভার।  

ঝালকাঠি আজকাল