• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সুস্বাদু বাহারি মিষ্টি

স্পঞ্জ রসগোল্লা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

স্পঞ্জ রসগোল্লা খেতে কে না পছন্দ করেন? ছোট থেকে বৃদ্ধ সবাই এর স্বাদে হয় মুগ্ধ। তবে এক কেজি স্পঞ্জ রসগোল্লার দাম তো ৫০০ টাকা। এ কারণে অনেকেই স্পঞ্জ রসগোল্লা কিনে সচরাচর কিনে খায় না। তবে জানেন কি? সহজ উপায়ে মাত্র পাঁচ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু মিষ্টি। জেনে নিন রেসিপি-

উপকরণ: দুধ দুই লিটার, লেবুর রস চার টেবিল চামচ, পানি ছয় কাপ, চিনি তিন কাপ, গোলাপজল সামান্য।  

প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে অল্প করে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন।  দুধ থেকে সবুজ পানি বের হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে চেপে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ছানা হাত দিয়ে মাখাতে হবে মসৃণ হওয়া পর্যন্ত।

এরপর প্রেসার কুকারে ছয় কাপ পানিতে চিনি দিয়ে চুলায় দিন। সিরা তৈরি হলে এক চামচ দুধ দিয়ে ময়লা তুলে ফেলুন। চুলার আঁচ কমিয়ে দিন। ছানা হাতের তালু দিয়ে মথে নিন। ছানা ২০ থেকে ২৫ ভাগ করে গোল করে রাখুন। সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দিন।  

মাত্র একটি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস এবার চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন।  সিরাসহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢালুন। এক চা চামচ গোলাপজল দিন। ঠাণ্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন। সব মিলিয়ে আপনার এক ঘণ্টা মতো সময় লাগবে। 

ঝালকাঠি আজকাল