• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের জন্য একযোগে কাজ করতে হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবেলা করে অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধর্ম ও দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।

তিনি আজ ঝালকাঠিতে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্য করে দেশের চাকা পিছনের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাল ধরার পর বাংলাদেশ আজ সারাবিশ্বে মযাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে।  উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি  মিলন কান্তি দত্ত জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কর্মকারে সঞ্চালনায়, আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল