• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ সঠিক নয়: মোমেন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  


 পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যে অভিযোগ এনেছে, তা সঠিক নয়। এদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না বলে জানান তিনি।


বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন অভিযোগ এনে ভারত সংসদে নাগরিকত্ব বিল উত্থপান করেছে। এ পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সঠিক নয়। যারা এই তথ্য তাদের দিয়েছে, তারাও সঠিক তথ্য দেননি। আমি আশা করব বাংলাদেশের সংখ্যালঘুদের নেতৃত্ব এটা নিয়ে কথা বলবে।

ড. মোমেন বলেন, ভারত ঐতিহাসিকভাবেই সহনশীল দেশ। ধর্মনিরপেক্ষ দেশ। সেখান থেকে তারা পিছিয়ে গেলে আরও দুর্বল হবে।

তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না। আমরা এখানে সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করছি। আমরা স্লোগান দিচ্ছি ধর্ম যার যার উৎসব সবার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে। দুই দেশের মধ্যে সৌহার্দ্য বাড়ছে। আগামী দিনে দুই দেশের মধ্যে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।

ঝালকাঠি আজকাল