• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেষ মুহূর্তে জরিমানা গুনলেন বিএনপির মেয়র প্রার্থী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১  

রাত পোহালেই ভোট। কিন্তু এর আগেই সন্ধ্যায় জরিমানা গুনতে হলো ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খোকনকে। এসময় জরিমানা করা হয়েছে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান আনসারীকেও।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশের দায়ে তাদের এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য শনিবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান আনসারী তার এলাকায় মিছিল বের করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে নৌকা প্রতীকের শ্লোগান দেয়া হয়। তবে তাতেও রক্ষা মেলেনি। ভ্রাম্যমাণ আদালত প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জহিরুল হকও আচরণবিধি না মেনে মিছিল-সমাবেশ করেন। ভ্রাম্যমাণ আদালত তাকেও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কারণে তাদের প্রত্যেককে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি আজকাল