• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শেষ দিনের লড়াইয়ে মাঠে নামলো বাংলাদেশ-শ্রীলংকা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ। এরই মধ্যে শেষ দিনের লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল। নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে লংকানদের দ্রুত গুটিয়ে দেয়াই মুমিনুল হকের দলের লক্ষ্য।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৫৩৩ রান। দিমুথ করুণারত্নে ২৪৩ ও ধনঞ্জয় ডি সিলভা ১৬৬ রানে অপরাজিত আছেন।

তিন উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন করুণারত্নে ও ধনঞ্জয়। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা।

দিনের প্রথম সেশনে ১০২ রান যোগ করেন করুণারত্নে ও ধনঞ্জয়। এর মাঝে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেন করুণারত্নে। ২৪৭ বল মোকাবেলায় এই মাইলফলকে পৌঁছান লংকান অধিনায়ক। দিন শেষে এই ইনিংসকে দ্বিশতকে রূপ দিয়েছেন তিনি। 

পরের শতকে পৌঁছাতে মাত্র ১৪০ বল খেলেন করুণারত্নে। এটি তার ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। যেভাবে খেলছেন, তাতে পঞ্চম দিনে ট্রিপল সেঞ্চুরিও তার পক্ষে অসম্ভব নয়। 

অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ধনঞ্জয়ও। চতুর্থ দিন সকালে ১০২ বল খেলে ফিফটি পূরণ করেন এই অলরাউন্ডার। এরপর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। নামের পাশে পরবর্তী ৫০ রান যোগ করতে খেলেন মাত্র ৫১ বল। অধিনায়কের সঙ্গে তাল মিলিয়ে ইনিংসকে এগিয়ে নিচ্ছেন এই ব্যাটার। 

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলংকা। আলোক স্বল্পতায় খেলা বন্ধের আগে মাত্র ২৯ রানে পিছিয়ে ছিল তারা। শেষ দিন সকালে কিছুটা মেরে খেলে লিড বাড়িয়ে বাংলাদেশকে মধ্যম লক্ষ্য ছুঁড়ে দিতে পারে লংকানরা, এমনটাই ভাবছেন ক্রিকেটবোদ্ধারা।

ঝালকাঠি আজকাল