• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ভ্রাম্যমান আদালতে চার জনকে জেল-জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  


ঝাটকা ইলিশ বিক্রয়ের দায়ে ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন মেয়াদে ৪ জনকে সাঁজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বার্হী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোঃ সোহাগ হাওলাদার এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শুক্তাগড় গ্রামের মোঃ মাসুম তালুকদারের পুত্র মোঃ মজিদ তালুকদার (২২), বড় গালুয়া গ্রামের মোঃ হামিদ হাওলাদার এর পুত্র মোঃ ফোরকান (৩৫), বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত মোবারক আলী শেখ এর পুত্র মোঃ সোহরাব হোসেন শেখ (৩৮) ও ভান্ডারিয়া উপজেলার চিংগুরিয়া গ্রামের মৃত মোঃ ফারুক সর্দারের পুত্র মোঃ রাসেল সর্দার (২৪)। এদের মধ্যে রাসেল সর্দারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাকী তিনজনকে জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অফিসসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগড়ি বাজারে অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ বিক্রয়ের সময় হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন। এরপরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার এ রায় প্রদান করেন। 

ঝালকাঠি আজকাল