• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে বঙ্গবন্ধুর সম্মান রক্ষার্থে প্রশাসনের বিক্ষোভ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০  

রাজাপুর প্রতিনিধি: “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানে ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ অ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সমন্বয়ে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের আহব্বানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউএনও মো: মোক্তার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের রাসেল, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য  নির্মানে বিরোধীতা করার নামে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি কটাক্ষ ও অবমাননা প্রদর্শন করা হচ্ছে যাহা রাষ্ট্রদ্রোহের শামিল। বাংলাদেশের মানুষ ঐতিহ্য গতভাবে ধর্মপ্রান এবং ভিন্নমত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশের মানুষকে কখনই ধর্মের নামে বিভ্রান্ত করা যায়নি ও ভবিষ্যতেও যাবেনা। বিক্ষোভ সমাবেশে উপজেলায় কর্মরত সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীগনের উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি আজকাল