• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে চাল উদ্ধার, ডিলারসহ দুই জনের ৬ মাসের কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  


ঝালকাঠি রাজাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধ ভাবে মজুত করার দায়ে ডিলারসহ দুই জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া গ্রামের মোঃ হোসেন আলী হাওলাদারের বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ৬ বস্তা চাল জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তাঁর বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধাভোগীদের ৭টি কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

স্থানীয়রা জানান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হওলাদার সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্তাগড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ডিলার মোঃ হোসেন আলী হাওলাদারের বাড়িতে পুলিশ নিয়ে অভিযান চালায়। পরে তাঁর স্বীকারোক্তির ডিলার মাহাদীসহ দুজনকে আটক করে ভ্রাম্যামাণ আদালতে তাঁদের দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হওলাদার জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধ ভাবে মজুত করার দায়ে সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউয়িনের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে।


 

ঝালকাঠি আজকাল